
১. প্রথমেই আপনার একটি Gmail Account লাগবে। আপনার সঠিক ইনফর্মেশন দিয়ে একটি Gmail Account তৈরি করে নিন। Gmail Account কিভাবে তৈরি করতে হয় তা আমরা সকলেই ভালো করে জানি। আর যদি কারো না জানা থাকে তাহলে নিচে দেওয়া ভিডিওটি দেখুন
২. ইউটিউব.কম গেলে আপনার জিমেইল এর নামে একটি ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে। এখন প্রথম কাজ শেষ।
- Click On Your Avatar>Creator Studio>Channel>Advanced এ যান। আপনার Country বাংলাদেশ থেকে ইউনাইটেড স্টেট্স এ পরিবর্তন করুন অথবা ইন্ডিয়া।
- Channel>Status and Features এ আপনার মোবাইল নাম্বার দিয়ে চ্যানেল ভেরিফাই করুন।
- ১৫ মিনিটের দীর্ঘ ভিডিও আপলোড করার জন্য Longer Videos Enable করে নিতে পারেন। আরো ভালো করে জানার জন্য নিচের
ভিডিওটি দেখুন